মুসলমানদের হত্যা করার ক্ষেত্রে
উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে শিয়া-সুন্নি কোন পার্থক্য নেই: ইরান
-
কাবুলস্থ ইরান দূতাবাস
ইরান বলেছে, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শিয়া-সুন্নি নির্বিশেষে কোনো মুসলমানের ওপরই করুণা দেখায় না বরং সকল মুসলমানকে হত্যা করে তাদের অভিলাষ চরিতার্থ করে। আফগানিস্তানে গত দু’সপ্তাহে বেশ কয়েকটি ভয়াবহ বোমা হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের সময় কাবুলের একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত হয়েছেন।
ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, কাবুলের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় আরেকবার প্রমাণিত হয়েছে, উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শিয়া-সুন্নি নির্বিশেষে কোনো মুসলমানের ওপরই করুণা দেখায় না। বিবৃতিতে আফগানিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার কাবুলের শিয়া মসজিদটিতে বোমা হামলার সময় ৪০০ থেকে ৫০০ মুসল্লি উপস্থিত ছিলেন। তারা জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এর আগে আফগানিস্তানের মাজার-ই-শরিফসহ আরো কয়েকটি শহরে ধারাবাহিক সন্ত্রাসী হামলা হয়েছে।
এসব হামলার ঘটনায় সন্ত্রাসবাদ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অনেকে এ প্রশ্নও করতে শুরু করেছেন যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর এসব হামলার ব্যাপারে তালেবান সরকার জেনেবুঝে নীরবতা অবলম্বন করছে না তো?#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।