গভীর সাগর থেকে ওমানের জাহাজ উদ্ধার করল ইরানের নৌ বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i108024-গভীর_সাগর_থেকে_ওমানের_জাহাজ_উদ্ধার_করল_ইরানের_নৌ_বাহিনী
গভীর সাগরে আটকে থাকা ওমানের একটি জাহাজ উদ্ধার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনী। ওমান সাগরের উত্তরাঞ্চলে এবং ইরানের কৌশলগত মাকরান উপকূলের কাছে ওমানের ওই জাহাজটি কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২২ ২০:০৪ Asia/Dhaka
  • ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ
    ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ

গভীর সাগরে আটকে থাকা ওমানের একটি জাহাজ উদ্ধার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনী। ওমান সাগরের উত্তরাঞ্চলে এবং ইরানের কৌশলগত মাকরান উপকূলের কাছে ওমানের ওই জাহাজটি কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।

ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমানের জাহাজটি আন্তর্জাতিক পানিসীমায় সমস্যায় পড়ে। এ সময় ইরানের নৌবাহিনীর টহলদল বিষয়টি জানতে পারে এবং ওই এলাকায় গিয়ে জাহাজটি উদ্ধার করে। বিকল হয়ে পড়া জাহাজের সমস্ত ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ওমানি জাহাজের প্রপালশন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটি বিকল হয়ে পড়ে। ফলে ইরানের নৌবাহিনীর একটি টাগবোট জাহাজটি টেনে মাকরান উপকূলে নিয়ে যায় এবং ইরানের উপকূল রক্ষী বাহিনীর কাছে সমর্পণ করে।

গত শুক্রবার এডেন উপসাগর থেকে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে জলদস্যুরা। কিন্তু ইরানি নৌবাহিনীর তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর গতকাল ওমান সাগর থেকে ওমানের বিকল জাহাজটি উদ্ধার করল ইরানি নৌবাহিনী।#

পার্সটুডে/এসআইবি/১৬