রাফায়েল গ্রোসির রাজনৈতিক রং লাগানোর বক্তব্যের প্রতিক্রিয়া
আইএইএ’র মহাপরিচালককে কঠোর ভাষায় সতর্ক করল ইরান
-
গত ৫ মার্চ ইরান সফরে গ্রোসি (মাঝখানে); তার ডানপাশে রয়েছেন কামালবান্দি ও তার বামপাশে ইরানের আণবিক সংস্থার প্রধান ইসলামি
রাজনৈতিক বিবৃতি দিয়ে পরিস্থিতিকে ‘আরো ঘোলাটে’ করার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ‘এখনই’ আবার শুরু করার জন্য রাফায়েল গ্রোসি ইরানের প্রতি আহ্বান জানানোর পর কামালবান্দি এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিচ্ছি।”
কামালবান্দি আরো বলেন, যদি আইএইএ’র দৃষ্টিতে কোনো কারিগরি সমস্যা থাকে তাহলে সংস্থাটির গঠনকাঠামোর আওতায় সুনির্দিষ্ট চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা আইএইএ’র মহাপরিচালকের কাজ নয়।
ইরানের এই মুখপাত্র দৃশ্যত গত ১২ জুন সিএনএনে প্রচারিত গ্রোসির এক সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।ওই সাক্ষাৎকারে গ্রোসি ইরানের বিরুদ্ধে হুমকিমূলক বক্রোক্তি করেন। তিনি বলেন, “সাম্প্রতিক ইতিহাস আমাদেরকে একথা জানান দেয় যে, আন্তর্জাতিক পরিদর্শকদেরকে তাদের বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানানো কোনো কাজের কথা নয়।এর ফলে সবকিছু আরো বেশি সমস্যাপূর্ণ হয়ে পড়বে।”
এ সম্পর্কে কামালবান্দি আরো বলেন, “একটি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে গ্রোসি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন বলেই ধরে নেয়া হয়।তিনি এ ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরো জটিল করা থেকে বিরত থাকবেন বলে তেহরান আশা করছে।”
সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসির দেয়া এক প্রতিবেদনের সূত্র ধরে আইএইএ’র নির্বাহী বোর্ডে আমেরিকাসহ চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে।তেহরান বলছে, আইএইএ’র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর ইরান আইএইএ’র পরিদর্শকদের সহযোগিতা করা কমিয়ে দিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।