ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 30 Jun 2022 19:30:00 GMT )
জুলাই ০১, ২০২২ ০১:৩০ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদীরা স্বপ্নেও ইরানে হামলা করতে পারবে না। ইরানে হামলা করছে এমন স্বপ্ন যদি তারা কখনো দেখে তাহলে এমন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তাদের পক্ষে সম্ভব হবে না কখনো।

ইয়েমেনের মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হুমকি প্রসঙ্গে তাকে নানা প্রশ্ন করেন ঐ টিভির সাংবাদিক।

ইরান বার বারই বলছে- ফিলিস্তিন-দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য। চূড়ান্তভাবে ফিলিস্তিনি ভূখণ্ড এর প্রকৃত মালিকদের কাছেই ফিরে আসবে।

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ অধ্যুষিত বায়তুল মুকাদ্দাস দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর মোকাবেলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার নীতি অনুসরণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ