সাইবার হামলা প্রতিহত করেছে ইরানের গুরুত্বপূর্ণ স্টিল কারখানা
https://parstoday.ir/bn/news/iran-i109848-সাইবার_হামলা_প্রতিহত_করেছে_ইরানের_গুরুত্বপূর্ণ_স্টিল_কারখানা
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন ইব্রাহিমি বলেছেন, তার প্রতিষ্ঠান একটি বড় রকমের সাইবার হামলা প্রতিহত করেছে। গতকাল (সোমবার) তিনি জানান, দেশের কৌশলগত এই শিল্পখাত লক্ষ্য করে শত্রুরা সাইবার হামলা চালিয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২২ ১৬:২৯ Asia/Dhaka
  • সাইবার হামলা প্রতিহত করেছে ইরানের গুরুত্বপূর্ণ স্টিল কারখানা

ইসলামী প্রজাতন্ত্রী ইরানের খুজেস্তান স্টিল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন ইব্রাহিমি বলেছেন, তার প্রতিষ্ঠান একটি বড় রকমের সাইবার হামলা প্রতিহত করেছে। গতকাল (সোমবার) তিনি জানান, দেশের কৌশলগত এই শিল্পখাত লক্ষ্য করে শত্রুরা সাইবার হামলা চালিয়েছিল।

তিনি বলেন, কারখানাটি যেকোনোভাবেই হোক সাইবার হামলা নস্যাৎ করতে সক্ষম হয়েছে এবং উৎপাদন ক্ষেত্রে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হতে পারে নি। তিনি বলেন, সাইবার হামলা সফল হলে সাপ্লাই চেইনে এবং গ্রাহকদের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ত।  

আমিন ইব্রাহিমি বলেন, সৌভাগ্যক্রমে সময়মতো এবং সচেতন থাকার ফলে সাইবার হামলা সফল হতে পারে নি।

স্থানীয় টিভি চ্যানেল জামারান জানিয়েছে, যে সময় সাইবার হামলা হয় ঠিক সে সময় বিদ্যুৎ না থাকার কারণে স্টিল কারখানাটি বন্ধ ছিল। ফলে বড় ক্ষতি হতে পারে নি।

গতবছর ইরানের জ্বালানি বিতরণ ব্যবস্থাকে লক্ষ্য করে দেশের গ্যাস স্টেশনগুলোতে সাইবার হামলা চালানো হয়। ওই হামলার জন্য ইরানের কর্মকর্তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে অভিযুক্ত করে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/২৮