খ্রিষ্টান জনগোষ্ঠীকে দায়েশের হাত থেকে রক্ষা করেছে ইরান: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i110520-খ্রিষ্টান_জনগোষ্ঠীকে_দায়েশের_হাত_থেকে_রক্ষা_করেছে_ইরান_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাক ও সিরিয়ার খ্রীস্টান জনগোষ্ঠীকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে রক্ষা করতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইতালি সফরে গিয়ে ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে এক বৈঠকে একথা জানান আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২২ ০৬:২৬ Asia/Dhaka
  • মঙ্গলবার ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান
    মঙ্গলবার ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাক ও সিরিয়ার খ্রীস্টান জনগোষ্ঠীকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে রক্ষা করতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইতালি সফরে গিয়ে ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে এক বৈঠকে একথা জানান আব্দুল্লাহিয়ান।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী ইরানি কমান্ডার লে. জেনারেল সোলাইমানি ২০১৭ সালে ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে বিজয় ঘোষণা করেন। এর তিন বছর পর ২০২০ সালের ৩ জানুয়ারি সন্ত্রাসী মার্কিন সেনারা ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাকে হত্যা করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরাকের ইজাদি খ্রীস্টান এবং সিরিয়ার খ্রিষ্টান জনগোষ্ঠীকে অপরাধী দায়েশের হাত থেকে রক্ষা করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে শহীদ লে. জেনারেল কাসেম সোলাইমানির অবদান অনস্বীকার্য।”

ভ্যাটিক্যানের কর্মকর্তাদের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দু’পক্ষ বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিম এশিয়ায় টেকসই নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব আরোপ করেছে।

দু’ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন, রাজনৈতিক উপায়ে  ইউক্রেন ও ইয়েমেনসহ বিশ্বের বড় সমস্যাগুলোর সমাধান করা উচিত। তিনি ভ্যাটিক্যান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরো লিখেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি পোপের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে বলে কর্মকর্তারা তাকে জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।