জুলাই ১৪, ২০২২ ১৬:৫৫ Asia/Dhaka
  • পরমাণু বিষয়ে ইরান ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা
    পরমাণু বিষয়ে ইরান ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া শান্তিপূর্ণ পরমাণু সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে। এজন্য দুই দেশ সংলাপের মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোজআ্যাটোম একথা বলেছে।

সংস্থার আন্তর্জাতিক বিষয়ক উপ-মহাপরিচালক নিকলাই স্পাসস্কি এ বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং সংস্থার প্রধান মোঃ ইসমাইলির সঙ্গে মঙ্গলবার তেহরানে বিস্তারিত আলোচনা করেছেন। 

রোজআ্যাটম এ সম্পর্কে গতকাল এক বিবৃতিতে বলেছে, তেহরান বৈঠকে ইরান এবং রাশিয়ার মধ্যে শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহারের বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বর্তমান ও বিষ্যৎ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইরানের পরমাণু শক্তি উৎপাদনের প্রকল্পে যেকোনো দেশের চেয়ে রাশিয়া দীর্ঘ সময় ধরে জড়িত রয়েছে। ২০১৪ সালে দুই পক্ষ পরমাণু সহযোগিতা এবং ইরানে নতুন আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপারে কয়েকটি চুক্তি সই করে। ২০১৭ সালের নভেম্বর মাসে ইরান পরমাণু প্রকল্প নির্মাণের কাজ শুরু করে। এজন্য ইরান রাশিয়ার রোজঅ্যাটমের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

এছাড়া, তেহরান এবং মস্কো গত সেপ্টেম্বর মাসে যৌথ পরমাণু প্রকল্প জোরদার করার ব্যাপারে প্রাথমিক সমঝোতায় পৌঁছায়।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোঃ ইসমাইলি মঙ্গলবারের বৈঠক নিয়ে বলেন, “ দু দেশের মধ্যে পরমাণু ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে নানা উপায় নিয়ে আমরা আলোচনা করেছি। বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে, স্বচ্ছতার সঙ্গে আমাদের পরমাণু প্রকল্প ও কর্মসূচি জোরদার করা হবে।”

তিনি জানান, যৌথ প্রকল্পের মধ্যে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে রেডিয়েশনের ব্যবহার এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিশেষ করে বুশেহর পরমাণু প্রকল্পের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করা।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ