আমেরিকাকে বাস্তবদর্শী ও নমনীয় হতে হবে
জোসেপ বোরেলের প্রস্তাব পর্যালোচনা করে দেখছি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ভিয়েনা আলোচনায় জড়িত পক্ষগুলোর দৃষ্টিভঙ্গি সমন্বয় করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ওই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তিনি প্রস্তাবটি সবগুলো দেশকে দিয়েছেন এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানও এটি পর্যালোচনা করে দেখছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় একথা জানালেন যখন আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড় না দেয়ার কারণে ভিয়েনা আলোচনা গত চার মাস ধরে বন্ধ রয়েছে এবং এ সংলাপ অনেকটা মুখ থুবড়ে পড়েছে। তবে জোসেপ বোরেল এক বছরেরও বেশি সময় ধরে চলা ওই আলোচনা থেকে একটি ফল বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সাক্ষাৎকারে বলেছেন, ভিয়েনা আলোচনা বন্ধ থাকা অবস্থায় গত চার মাসে ইইউ’র মাধ্যমে আমেরিকার সঙ্গে ইরানের বার্তা বিনিময় হয়েছে।তবে তাতে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। এবার বোরেল যে প্রস্তাবনা তুলে ধরেছেন তা পর্যালোচনা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যেকোনো চুক্তি স্বাক্ষরের আগে তার দেশের রেডলাইনগুলো রক্ষা করা হবে। তিনি বলেন, আমেরিকাকে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি ইরানের অবস্থান স্পষ্ট করে বলেন, আমরা একটি শক্তিশালী, ভালো ও টেকসই চুক্তি করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি এবং আমেরিকা বাস্তবদর্শী ও নমনীয় হলে সেরকম চুক্তি স্বাক্ষর করা অসম্ভব কোনো বিষয় হবে না।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।