১৯৯৮ সালের হত্যাকাণ্ডের ঘাতকদের বিচার করার আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i111788-১৯৯৮_সালের_হত্যাকাণ্ডের_ঘাতকদের_বিচার_করার_আহ্বান_জানাল_ইরান
আফগানিস্তানের মারাজ-ই-শরিফ শহরের ইরানি কনস্যুলেটে ১৯৯৮ সালের রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিচার করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সে সময় তালেবানের হাতে মাজার-ই-শরিফ শহরের পতনের মুহূর্তে তালেবানের একটি সশস্ত্র দল ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আট ইরানি কূটনীতিকদের পাশাপাশি ইরনার একজন সাংবাদিককে হত্যা করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১২, ২০২২ ১৪:৩৯ Asia/Dhaka
  • ১৯৯৮ সালে মাজার শরিফস্থ ইরানি কনস্যুলেটে তালেবান হামলায় নিহত আট কূটনীতিক ও এক সাংবাদিকের ছবি
    ১৯৯৮ সালে মাজার শরিফস্থ ইরানি কনস্যুলেটে তালেবান হামলায় নিহত আট কূটনীতিক ও এক সাংবাদিকের ছবি

আফগানিস্তানের মারাজ-ই-শরিফ শহরের ইরানি কনস্যুলেটে ১৯৯৮ সালের রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিচার করার জন্য তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সে সময় তালেবানের হাতে মাজার-ই-শরিফ শহরের পতনের মুহূর্তে তালেবানের একটি সশস্ত্র দল ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে আট ইরানি কূটনীতিকদের পাশাপাশি ইরনার একজন সাংবাদিককে হত্যা করেছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ওই হত্যাকাণ্ডের ২৪তম বার্ষিকীতে বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে ঘাতকদের বিচার করার দাবি জানান।

তিনি বলেন, ইরানে ওই হত্যাকাণ্ডের বার্ষিকীকে ‘সাংবাদিক দিবস’ হিসেবে পালন করা হয়।এর কারণে হিসেবে তিনি বলেন, সাংবাদিকরা দিন-রাত ২৪ ঘণ্টা পরিশ্রম করেন বলেই যেকোনো বাস্তবতা জনগণের সামনে প্রকাশ পায়। সাংবাদিকরা না থাকলে কূটনীতিক ও রাজনীতিবিদদের পরিশ্রম ব্যর্থ হয়ে যেত।

মাজার-ই-শরিফে ২৪ বছর আগে নিহত ইরানি নাগরিকদের বিচার দাবি করেছেন আব্দুল্লাহিয়ান

তিনি ১৯৯৮ সালে আফগানিস্তানে নিহত ইরানি সাংবাদিক ও কূটনীতিকদের পরিবারবর্গের প্রতি শোক জানানোর পাশাপাশি ইরানি সাংবাদিক সমাজকে এই দিবস উপলক্ষে অভিনন্দন জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার পোস্টে বলেন, তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার সঙ্গে এক বৈঠকে বলেছেন, “আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ১৯৯৮ সালে আফগানিস্তানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই হত্যাকাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বল উল্লেখ করেছে। একইসঙ্গে ঘাতকদের বিচার করার ক্ষেত্রে কাবুল কি ব্যবস্থা নিল তাও স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।