বিলওয়াল ভুট্টোকে ফোন করে সমাবেদনা জানালেন আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i112734-বিলওয়াল_ভুট্টোকে_ফোন_করে_সমাবেদনা_জানালেন_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি তার পাকিস্তানি সমকক্ষ বিলওয়াল ভুট্টোকে টেলিফোন করে এ শোক প্রকাশ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২২ ১১:৪৯ Asia/Dhaka
  • বিলওয়াল ভুট্টো- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    বিলওয়াল ভুট্টো- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পাকিস্তানের চলমান ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি তার পাকিস্তানি সমকক্ষ বিলওয়াল ভুট্টোকে টেলিফোন করে এ শোক প্রকাশ করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, পাকিস্তানের বহু মানুষ বন্যার কারণে প্রাণ হারানোয় ইরানের সরকার ও জনগণ পাকিস্তানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানাচ্ছে। ইরানের একটি ত্রাণ ও উদ্ধারকারী দল পাকিস্তান গেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের জন্য আরো ত্রাণ পাঠাবে তেহরান।

টেলিফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী যৌথ বাজারগুলো আবার চালু করতে পারলে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সীমান্তে নিরাপত্তাও জোরদার হবে।

নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি পাকিস্তানি পরিবার

বিলওয়াল ভুট্টোর সঙ্গে ফোনালাপে আফগানিস্তান প্রসঙ্গেও কথা বলেন আব্দুল্লাহিয়ান। তিনি আফগানিস্তানে সব দল ও গোষ্ঠীর সমন্বয়ে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের আহ্বান জানান। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শিগগিরই একটি সম্মেলনের আয়োজন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টেলিফোনালাপে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর পাশাপাশি তাদেরকে সমবেদনা জানানোর জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান বিলওয়াল ভুট্টো। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আফগানিস্তান ইস্যুতে তেহরানের সঙ্গে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে ইসলামাবাদ।#
পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।