ইরান কখনো মার্কিন বলদর্পী আচরণের মুখে মাথা নত করবে না
https://parstoday.ir/bn/news/iran-i113364-ইরান_কখনো_মার্কিন_বলদর্পী_আচরণের_মুখে_মাথা_নত_করবে_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথানত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৮:২৫ Asia/Dhaka
  • শি জিনপিং (বামে) ও ইব্রাহিম রায়িসি
    শি জিনপিং (বামে) ও ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মার্কিন সরকারের বলদর্পী আচরণের মুখে তার দেশ কখনো মাথানত করবে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমেরিকায় যত বলদর্পী আচরণ করুক না কেন ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। তিনি বলেন, সব ধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখবে।

সাংহাই সহযোগিতা সংস্থা বা এস সি এর পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করার জন্য চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। এছাড়া, উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিকসে ইরানের প্রবেশাধিকারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রায়িসি।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে এই সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে।

ইরান এবং চীনের মধ্যে বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সব ধরনের পদ্ধতি ও কৌশলকে বেইজিং ব্যবহার করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট শি জিন পিং  উল্লেখ করেন। এজন্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সফর অনুষ্ঠান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানান।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।