চীন সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রধান সদস্য: নাসের কানয়ানি চাফি
https://parstoday.ir/bn/news/iran-i113372-চীন_সাংহাই_সহযোগিতা_সংস্থার_অন্যতম_প্রধান_সদস্য_নাসের_কানয়ানি_চাফি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: চীন সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৯:৫১ Asia/Dhaka
  • শি-জিং পিং এবং ইব্রাহিম রায়িসি
    শি-জিং পিং এবং ইব্রাহিম রায়িসি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: চীন সাংহাই সহযোগিতা সংস্থার অন্যতম প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য।

চীনা টিভি চ্যানেল সিজিটিএন'কে দেওয়া সাক্ষাৎকারে নাসের কানয়ানি চাফি ওই মন্তব্য করেন। তিনি বলেন: আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকা এই সংস্থার সদস্য দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নাসের কানয়ানি চাফি

কানয়ানি আরও বলেন: ট্রানজিট অর্থনৈতিক সহযোগিতাসহ বহুমাত্রিক আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য চীনের এই প্রচেষ্টা খুবই মূল্যবান। ইরানের এই মুখপাত্র বলেন: করোনা ভাইরাসের বৈশ্বিক হুমকি মোকাবেলায় চীন সরকার একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল। চীনের অভ্যন্তরে তো বটেই এই মহামারী মোকাবেলায় অন্যান্য দেশকেও সহযোগিতা করার ক্ষেত্রে দেশটি কার্যকর ভূমিকা পালন করেছে।

ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসি গতকাল উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন দুই নেতা।

চীনের জাতীয় দিবসে প্রেসিডেন্ট ও চীনা জাতিকে অভিনন্দন জানান জনাব রায়িসি। সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সদস্যপদ লাভের প্রক্রিয়ায় চীনের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।