পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন: তেহরান-ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে
https://parstoday.ir/bn/news/iran-i113730-পরমাণু_সমঝোতা_পুনরুজ্জীবন_তেহরান_ওয়াশিংটন_বার্তা_বিনিময়_চলছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি বরং এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুনির্দিষ্ট কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এসব বার্তা আদান-প্রদান হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৬:৪৬ Asia/Dhaka
  • ফয়সাল মিকদাদ- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ফয়সাল মিকদাদ- হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি বরং এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুনির্দিষ্ট কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এসব বার্তা আদান-প্রদান হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক অধিবেশনের অবকাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। আব্দুল্লাহিয়ান বলেন,  ইরান কূটনৈতিক উপায়ে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে একটি টেকসই চুক্তি সই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে ইরানি জনগণ যেন সর্বোচ্চ আর্থিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।

]

রোববার নিউ ইয়র্কে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাশ্চাত্য। কিন্তু ২০১৮ সালে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই কার্যত এই সমঝোতা অকার্যকর হয়ে রয়েছে যা পুনরায় কার্যকর করার জন্য ২০২১ সালের এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো।

মিকদাদের সঙ্গে বৈঠকে সিরিয়ায় শান্তি ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধে তেহরান-দামেস্ক সহযোগিতার কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

সাক্ষাতে সিরিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ইরানের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ফয়সাল মিকদাদ। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও সিরিয়ার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা বিরাজ করছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।