ইরানের জাহেদান শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: গভর্নর
-
গভর্নর নাখায়ি
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর জাহেদানের গভর্নর আবুজার মাহদি নাখায়ি বলেছেন, নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় শহরে এখন শান্তি বিরাজ করছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
গতকাল (শুক্রবার) ইসলামি রাষ্ট্র ব্যবস্থার বিরোধী একদল সশস্ত্র সন্ত্রাসী শহরটির থানায় গুলি চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে।
এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রাদেশিক গোয়েন্দা কমান্ডারসহ কয়েক জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি। গতকালের ঐ ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে।
জাহেদানের গভর্নর গতকালের ঘটনা তুলে ধরে বলেছেন, গতকাল জুমা নামাজের পরপরই একদল মানুষ পার্শ্ববর্তী থানায় প্রথমে ইট-পাটকেল দিয়ে আক্রমণ চালায়। এরপর সেখান থেকেই অস্ত্রধারীরা থানা লক্ষ্য করে গুলি চালায়। তারা থানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। একই সময়ে কিছু লোক শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং গাড়িতে আগুন দেয়।
তবে নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় শহরে শান্তি ফিরে এসেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান শহরটির গভর্নর আবুজার মাহদি নাখায়ি।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।