পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: ইরানি সংসদ
(last modified Sun, 02 Oct 2022 13:25:07 GMT )
অক্টোবর ০২, ২০২২ ১৯:২৫ Asia/Dhaka
  • পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: ইরানি সংসদ

ইরানের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিবৃতি প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ মজলিশে শূরায়ে ইসলামি।

এই সংক্রান্ত বিবৃতিটি আজ (রোববার) সংসদ অধিবেশন চলাকালে পড়ে শোনানো হয়েছে। সংসদের বিবৃতিতে সম্প্রতি সংঘটিত সব ঘটনার নানা দিক বিশ্লেষণ করে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সহিংসতাকামীদের সঙ্গে কোনো ধরণের সহযোগিতা না করতেও সংসদ সদস্যরা শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

যারা বিদেশি অনুচর হিসেবে কাজ করছে এবং সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে তাদের শাস্তি নিশ্চিত করারও দাবি তুলেছেন সংসদ সদস্যরা।

ইরানের সংসদের বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবের শত্রুরা ইরানের সর্বত্র সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দিতে সব ধরণের পন্থা অবলম্বন করছে। তারা এখন আর রাখঢাক করছে না। এ অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং চিন্তাবিদদের ভেবেচিন্তে মন্তব্য করা উচিৎ যাতে জনগণ বিভ্রান্ত না হন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।