অক্টোবর ০৮, ২০২২ ০৭:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই প্রস্তাবকে ‘হস্তক্ষেপমূলক’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের ওপর বিধিনিষেধ আরোপের যেকোনো প্রচেষ্টার ‘উপযুক্ত’ জবাব দেবে তেহরান।

কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে বলেন, “প্রস্তাবটিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও পক্ষপাতমূলক অনুমান করা হয়েছে; কাজেই ইরানের দৃষ্টিতে এটি বাতিল এবং এর কোনো মূল্য নেই।”

ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার একটি প্রস্তাব আনা হয় যেখানে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগের কথা উল্লেখ করে ইরানের যেসব কর্মকর্তা কথিত বিক্ষোভ দমনে ভূমিকা রেখেছেন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

নাসের কানয়ানি তার বিবৃতিতে আরো বলেন, ইউরোপীয় পার্লামেন্ট ইরানের যে সহিংসতার কথা বলছে তা মূলত দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে বাধিয়ে দেয়া হয়েছে; বিশেষ করে এই ইউরোপীয় দেশগুলোর অনেক কর্মকর্তা ও গণমাধ্যমে ইরানের সহিংসতায় উস্কানি দিচ্ছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউরোপীয় পার্লামেন্ট ইরানি জনগণের সঙ্গে এমন সময় এ বিদ্বেষী আচরণ করছে যখন তারা ইরানি জনগণের বিরুদ্ধে বিগত বছরগুলোতে আমেরিকার চাপিয়ে দেয়া অমানবিক নিষেধাজ্ঞার নিন্দা করে একটি প্রস্তাবও পাস করেনি।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ