অক্টোবর ১৭, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka

ইরানের পূর্ব আজারবাইজান এবং আর্দেবিল প্রদেশের উত্তরাঞ্চলীয় আরাস উন্মুক্ত এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে ওই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আইআরজিসি'র স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির উন্নয়নই মহড়ার লক্ষ্য। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর জানান, নাইট গলপ অপারেশন, হেলিকপ্টার কমব্যাট অপারেশন, কমব্যাট এবং আত্মঘাতী ড্রোন অপারেশন পরিচালনার পাশাপাশি আরও বহু ধরনের মহড়া চালানো হয়। বিশেষ করে যুদ্ধের সময় আরাস নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক দখল ও নিয়ন্ত্রণ করা, উঁচু স্থান দখল এবং ধ্বংসাত্মক অভিযান পরিচালনার মহড়াও চালানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর জন্য এই মহড়ার বার্তা হল শান্তি এবং বন্ধুত্ব। সেইসঙ্গে দেশের সীমান্ত প্রতিরক্ষায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, শত্রুদের যে-কোনো হুমকি মোকাবেলায় দাঁতভাঙা জবাব দেওয়া এবং তাদের মোকাবেলায় সেনাদের প্রস্তুতি জানান দেওয়াই মহড়ার উদ্দেশ্য।

পাকপুর বলেন: আইআরজিসি'র স্থলবাহিনীর সেনারা এই ফোর্সের পাঁচ বাহিনীর একটি। লক্ষাধিক সক্রিয় সেনা নিয়ে গঠিত এই বাহিনী।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ