ইরানের পূর্ব আজারবাইজানে ডালিম ও ডুমুর উৎসব
https://parstoday.ir/bn/news/iran-i114650-ইরানের_পূর্ব_আজারবাইজানে_ডালিম_ও_ডুমুর_উৎসব
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জুলফা উপশহরের নরদোজ সীমান্ত এলাকায় ডালিম ও আঞ্জির বা ডুমুর উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৮, ২০২২ ১৮:০১ Asia/Dhaka
  • ইরানের পূর্ব আজারবাইজানে ডালিম ও ডুমুর উৎসব

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জুলফা উপশহরের নরদোজ সীমান্ত এলাকায় ডালিম ও আঞ্জির বা ডুমুর উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আঞ্জির বা ডুমুর

এ বছর জুলফা শহরতলীতে ৫০০ হেক্টর জমিতে ডালিম এবং ১০০ হেক্টর জমিতে ডুমুর চাষ করা হয়েছে যা পূর্ব আজারবাইজান প্রদেশে ইতোমধ্যে রেকর্ড গড়েছে।

ইরানের প্রতিটি অঞ্চলে কৃষিপণ্য সংগ্রহের সময় উৎসব করা হয়। এ দেশে এটি একটি ঐতিহ্য। এসময় ফসলের ভালো ফলনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।