সৌদিতে হামলার পরিকল্পনার কথা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান
(last modified Thu, 03 Nov 2022 02:44:15 GMT )
নভেম্বর ০৩, ২০২২ ০৮:৪৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইরান সৌদি আরবে হামলা করতে যাচ্ছে বলে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ সংক্রান্ত যে খবর প্রচার করেছিল তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যম আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে বিষবাষ্প ছড়ানোর অশুভ উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আর এসব করা হচ্ছে এমন একটি সময়ে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সুসম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।

এক বিবৃতিতে কানয়ানি আরো বলেন, ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে তার প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে মাণদণ্ড ধরা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, তার দেশ মনে করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোই এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বলে তিনি মন্তব্য করেন।

মেজর জেনারেল হোসেইন

ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার খবর দিয়েছিল যে, ইরান অচিরেই সৌদি আরবের কিছু অবস্থানে হামলা চালাবে- সম্প্রতি এমন গোয়েন্দা তথ্য ওয়াশিংটনকে সরবরাহ করেছে রিয়াদ। ইরানের একজন সেনা কমান্ডার তার দেশে গোলযোগ উস্কে দেয়ার জন্য আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে দায়ী করে হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন দৈনিকটি ওই খবর দেয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সম্প্রতি ইরানে গোলযোগ উস্কে দেয়ার কাজে সৌদি সরকারের অর্থে পরিচালিত ফার্সি ভাষার টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন, তাদেরকে এজন্য মূল্য দিতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।