‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে ছাড় দেবে না তেহরান’
কুর্দিস্তানে সন্ত্রাসীদের অবস্থানে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ঘাঁটি গেড়ে বসা ইরানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
গতকাল (মঙ্গলবার) ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে কথিত কুর্দিস্তান ফ্রিডম পার্টি বা পিএকে’র কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, কুর্দিস্তানের গভীর অভ্যন্তরে চালানো এসব হামলায় পিএকে’র কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে হামলায় জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম আলেসাদেক মঙ্গলবার দিনের শুরুতে বলেছিলেন, ইরাকের কুর্দিস্তান থেকে ইরানের বেশ কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে।কাজেই তেহরান নিজের জাতীয় নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এ ব্যাপারে কোনোরকম ছাড় দেয়া হবে না।
আলেসাদেক বলেন, ইরান যে কুর্দিস্তান-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর সেকথা ইরাকের ফেডারেল সরকারের পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারকে জানিয়ে দেয়া হয়েছে।আল-আলম নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত অবশ্য ইরানের সেনাবাহিনীর ইরাক সীমান্ত অতিক্রমের গুজব নাকচ করে দেন।
ইরানের সাম্প্রতিক সহিংসতা ও গোলযোগ উস্কে দিয়ে এদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় ইরাকের কুর্দিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো। গত ২৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত কুর্দিস্তানে এসব সন্ত্রাসীর অবস্থানে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।