তেহরান জুমা নামাজের অস্থায়ী ইমাম:
‘জনগণের পার্থিব চাহিদা মিটিয়ে তাদের পরকাল নিয়ে ভাবতে হবে’
তেহরানের জুমার নামাজের অস্থায়ী ইমাম হুজ্জাতুল ইসলাম হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, আমরা যদি জনগণের সঙ্গে সত্যনিষ্ঠ আচরণ করি এবং তাদের সঙ্গে আলোচনায় বসি তাহলে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আগে আমাদেরকে তাদের পার্থিব জীবনের চাহিদা পূরণ করতে হবে এবং তারপর তাদের পরকাল নিয়ে ভাবতে হবে।
তিনি (শুক্রবার) তেহরানের জুমা নামাজের খুতবায় সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশ করে এই দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।
অস্থায়ী খতিব বলেন, বিগত কয়েক দশক ধরে যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা একটি গুরুত্বপূর্ণ খাতের সন্ধান পেয়েছেন যেখানে পুঁজি বিনিয়োগ করতে হবে। আর সেটি হচ্ছে সামাজিক পুঁজি। তারা বলেছেন, একটি দেশের উন্নতি ও অগ্রগতির জন্য আর্থিক পুঁজি বিনিয়োগ জরুরি হলেও সামাজিক পুঁজির গুরুত্ব আর্থিক পুঁজির চেয়েও বেশি।
হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ বলেন, বিশ্ব রাজনীতিতে ‘সামাজিক পুঁজি’ একটি নতুন পরিভাষা হিসেবে আত্মপ্রকাশ করেছে যার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। উপাদান তিনটি হচ্ছে, সচেতনতা, আস্থা ও অংশগ্রহণ।
তিনি বলেন, যে দেশের জনগণ যত বেশি সচেতন ও সরকারের প্রতি তাদের যত বেশি আস্থা রয়েছে তত বেশি তারা দেশের স্বার্থরক্ষার কাজে অংশগ্রহণ করছে। আর এই তিনটি উপাদানের সমন্বয়ে ওই দেশ উন্নতি ও অগ্রগতির পথে ধাবিত হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।