পরমাণু সমঝোতার ব্যাপারে পাশ্চাত্যকে ‘গঠনমূলক’ ভূমিকা নিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i117448-পরমাণু_সমঝোতার_ব্যাপারে_পাশ্চাত্যকে_গঠনমূলক’_ভূমিকা_নিতে_হবে_ইরান
ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য এতে স্বাক্ষরকারী অপর পক্ষগুলোকে ‘গঠনমূলক ও বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত এই সমঝোতা পুনরুজ্জীবনের স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার চালু করার জন্য পশ্চিমা দেশগুলোকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০২২ ১০:৩৪ Asia/Dhaka
  • জোসেপ বোরেলের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের বৈঠক
    জোসেপ বোরেলের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের বৈঠক

ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য এতে স্বাক্ষরকারী অপর পক্ষগুলোকে ‘গঠনমূলক ও বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত এই সমঝোতা পুনরুজ্জীবনের স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার চালু করার জন্য পশ্চিমা দেশগুলোকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জর্দানের রাজধানী আম্মানে দ্বিতীয় ‘বাগদাদ সম্মেলনের’ অবকাশে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। 

ভিয়েনায় দীর্ঘদিন ধরে চলে আসা সংলাপ আবার শুরু করতে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক ভূমিকা নিতে হবে এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বাস্তবতা উপলব্ধি করে চুক্তি সই করতে আসতে হবে।

জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সাম্প্রতিক দাঙ্গা ও নৈরাজ্যে জড়িতদের প্রতি পাশ্চাত্যের সমর্থনের তীব্র নিন্দা জানান।

এ সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান প্রসঙ্গেও কথা বলেন ইরানের শীর্ষ কূটনীতিক। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দেশের সমর্থন রয়েছে এবং ইরান শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকটের সমাধান চায়।

সাক্ষাতে বোরেল ইরানের সাম্প্রতিক মাসগুলোর ঘটনাবলীর ব্যাপারে ইইউর নীতি-অবস্থান তুলে ধরে বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সঙ্গে অন্য কোনো ইস্যুকে গুলিয়ে ফেলা যাবে না। তিনি বলেন, ভিয়েনা সংলাপকে ফলপ্রসূ করে ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার প্রচেষ্টা ত্যাগ করবে না ইইউ।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।