ইরানের নারীরা নব্য জাহিলিয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে: তেহরানের খতিব
https://parstoday.ir/bn/news/iran-i117538
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার কারণে নারীদের মর্যাদা ও পরিচিতি বিলিনের প্রক্রিয়া থেমে গেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২২ ১৯:২২ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ আলি আকবারি
    হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ আলি আকবারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার কারণে নারীদের মর্যাদা ও পরিচিতি বিলিনের প্রক্রিয়া থেমে গেছে।

বিপ্লবের আগে স্বৈরাচারী শাহ সরকার রাষ্ট্রীয়ভাবে নারীদের সম্মান ও মর্যাদা ধ্বংসের কর্মসূচি বাস্তবায়ন করছিল বলে তিনি জানান।

আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইরানি নারীরা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)'র আদর্শ অনুসরণের মাধ্যমে নারী ও পরিবার ইস্যুতে নব্য জাহিলিয়াতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে।

আমেরিকা ও ব্রিটেনের মতো সরকারগুলো সব সময় অন্য দেশগুলোতে অস্থিরতা, নৈরাজ্য ও সংঘাত সৃষ্টির চেষ্টা চালায় বলে মন্তব্য করেন তেহরানের জুমা নামাজের এই খতিব।#       

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।