ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রস্তুত ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i119332-ভূমিকম্পে_ক্ষতিগ্রস্তদের_সাহায্য_করতে_প্রস্তুত_ইরান_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, ইরানের সরকার ও জনগণ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি
    সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, ইরানের সরকার ও জনগণ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

তিনি আরও বলেছেন, দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভালো যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। প্রয়োজনে ইরানের উদ্ধার ও ত্রাণ সংস্থা এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে যাবে। তারা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব পালনে পিছপা হবে না। 

একই সঙ্গে তিনি তুরস্ক ও সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  ইরান সরকারের মুখপাত্র এক টুইটার বার্তায় বলেন, প্রতিবেশী তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তাতে খোদ তুরস্ক ও পাশের দেশ সিরিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যেকোনো মানুষের জন্যই এই খবর কষ্টদায়ক।

এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তুরস্কের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।