ইরানে সামরিক হামলার শক্তি নেই ইসরাইলের: মুখপাত্র
(last modified Mon, 13 Feb 2023 09:43:37 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৫:৪৩ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানে সামরিক হামলার শক্তি ইহুদিবাদী ইসরাইলের নেই। তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কানয়ানি আরও বলেছেন, ইরানের নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতার দাঁতভাঙা জবাব প্রাপ্তির অভিজ্ঞতা ইহদিবাদী ইসরাইলের রয়েছে। এ পর্যন্ত বহু বার ইরান এ ধরণের তৎপরতার কঠোর জবাব দিয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে আমেরিকা। ইসরাইলের মিত্র আমেরিকাকে এই দখলদার শক্তির অপকর্মের জন্য জবাবদিহি করতে হবে।

ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। আলোচনার অপর পক্ষ ও আমেরিকা মুখে পরমাণু সমঝোতা বাস্তবায়নে আগ্রহী বলে দাবি করে আসছে। কিন্তু তাদেরকে কার্যক্ষেত্রে এর প্রমাণ দিতে হবে। তাদেরকে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে।

প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংলাপে বসে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু মার্কিন সরকার ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোয় আলোচনা স্থগিত হয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ