ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: আহমাদ খাতামি
https://parstoday.ir/bn/news/iran-i121640-ইরানের_বিরুদ্ধে_আরব_ফ্রন্ট_তৈরির_মার্কিন_ষড়যন্ত্র_ব্যর্থ_হয়েছে_আহমাদ_খাতামি
তেহরানের জুমা'র খতিব বলেছেন: ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৩ ১৮:০০ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমা'র খতিব বলেছেন: ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেছেন: খুতবায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রবর্তনের কথা উল্লেখ করে বলেছেন: আমেরিকা বলেছিল তারা ইরানের বিরুদ্ধে একটি আরব ফ্রন্ট তৈরি করতে চায়। কিন্তু ইচ্ছার উল্টো ফল হয়েছে। ইরান-সৌদি আরব সম্পর্ক পুনপ্রতিষ্ঠা হয়েছে। অন্যান্য দেশও ইরানের সঙ্গে সমঝোতার অপেক্ষায় রয়েছে।

জনাব খাতামি আরও বলেন: ল্যাটিন আমেরিকা হলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আঙ্গিনা। সেখানকার জনগণ আমেরিকার বিরোধীদেরকেই ভোট দেয়। এতে প্রমাণ হয় ল্যাটিন আমেরিকায়  তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে নি।"

আয়াতুল্লাহ খাতামি ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ক্রমবর্ধমান সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন: ইহুদিবাদী সরকারে দুইট মেরু তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ জনতা তাদের অপরাধী শাসকদের পতনের স্লোগানও দিচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম। তিনি বলেন: আয়রন ডোমকে ফাঁকি দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভেতরে হামলা করেছে। তথাকথিত ওই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পেরেছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।