আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা:
সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইরানি ক্বারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ক্বারি ইউনুস শাহ মুরাদি সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। এই সাফল্যের জন্য তিনি প্রাইজ মানি হিসেবে তিন মিলিয়ন সৌদি রিয়াল বা আট লাখ ডলার পেয়েছেন।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগী ছিলেন। তবে সবাইকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন শাহ মুরাদি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের ক্বারি আব্দুল আজিজ আল-ফাকিহ এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মরক্কোর প্রতিযোগী জাকারিয়া আল জিরাক। দ্বিতীয় স্থান অধিকার করায় আব্দুল আজিজ প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ ডলার।
আযান প্রতিযোগিতায় সৌদি আরব, ইন্দোনেশিয়া, লেবানন এবং ব্রিটেন শীর্ষ চার স্থান দখল করেছে।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সৌদি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পুরো অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ছিল সৌদি আরবের জেনারেল অথরিটি ফর ইন্টারটেইনমেন্ট।
এবারের কুরআন প্রতিযোগিতা শুরু হয় গত ২৩ মার্চ রমজানের প্রথম দিন। সৌদি আরবে পবিত্র রমজান মাসে কুরআন প্রতিযোগিতা খুবই জনপ্রিয় কর্মসূচি। এবারের প্রতিযোগিতায় মোট ৩০ লাখ ডলার প্রাইজ মানি দেয়া হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৮