ইসরাইল মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি
https://parstoday.ir/bn/news/iran-i122216-ইসরাইল_মধ্যপ্রাচ্য_ও_আন্তর্জাতিক_মুসলিম_সম্প্রদায়ের_জন্য_সবচেয়ে_বড়_হুমকি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি। গতকাল (বৃহস্পতিবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৩ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইসরাইল মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি। গতকাল (বৃহস্পতিবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন।

একই সাথে দখলদার ইসরাইলকে মোকাবেলায় মুসলিম বিশ্বে ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিবাদী ইসরাইলের হাত কেটে দেয়া এবং ফিলিস্তিনি জনগণের অধিকার পুনর্বহালের ওপর গুরুত্ব আরোপ করেন। জর্দান এবং ইরানের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান আমির আব্দুল্লাহিয়ান।

টেলিফোন সাক্ষাতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে পবিত্র আল-কুদস রক্ষায় তার দেশের সমর্থন রয়েছে বলে জানান। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মধ্যপ্রাচ্যের বিশেষ গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আম্মান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সম্প্রতি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে যুক্তি সই হয়েছে তাকেও স্বাগত জানান আয়মান সাফাদি।#


পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।