৩ বছর পর ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Fri, 21 Apr 2023 11:24:39 GMT )
এপ্রিল ২১, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আগামীকাল (শনিবার) পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামায়াতে ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। করোনা মহামারির কারণে টানা তিন বছর এমন আয়োজন সম্ভব হয়নি।

তেহরানে অবস্থিত ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় আগামীকাল স্থানীয় সময় সকাল সাতটা থেকে ঈদের নামাজের আয়োজন শুরু হবে। সর্বোচ্চ নেতার ইমামতিতে নামাজ শুরু হবে সকাল আটটায়।

তবে ভোর থেকেই ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় প্রবেশের পথগুলো খোলা থাকবে।

গতকাল চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ইরানে ঈদ উদযাপন হবে। আজ সৌদি আরব, কাতার, কুয়েত, তুরস্ক, ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন করা হচ্ছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।