শিক্ষকদেরকে যেভাবে দেখেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i122930-শিক্ষকদেরকে_যেভাবে_দেখেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, শিক্ষক হচ্ছে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ গড়ছেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কাছে সন্তান তুল্য।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৮, ২০২৩ ১৩:২৬ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, শিক্ষক হচ্ছে দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ গড়ছেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের কাছে সন্তান তুল্য।

তিনি বলেন, 'আপনারা শিক্ষকেরা নিজের সন্তানদের যেভাবে বড় করতে চান ঠিক সেভাবেই আপনাদের ছাত্র-ছাত্রীদেরকে সুখী-সমৃদ্ধ, সম্মানিত, জ্ঞানী, সুশিক্ষিত ও সদাচারী হিসেবে গড়ে তুলুন। শুধু পাঠদান নয়, নিজের আচার-আচরণ ও কর্মের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন।' তিনি  আরও বলেছেন, ‘শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো মনে করা। আপনারা শিক্ষকেরা নিজেদের ছেলে-মেয়ের জন্য যা প্রত্যাশা করেন শিক্ষার্থীদের জন্যও তাই প্রত্যাশা করুন।

সম্প্রতি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ইরানের একদল শিক্ষকের সমাবেশে তিনি এসব কথা বলেন। ইরানের শিক্ষাবিদ অধ্যাপক মোর্তজা মোতাহারির শাহাদাৎ দিবসকে ইরানে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তিনি আদর্শ ও নিখুঁত শিক্ষক হিসেবে অধ্যাপক মোতাহারি'র কর্ম ও নীতি অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান। 

দেশের উন্নয়নে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ‘আমরা সব ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছি। উন্নয়নের কঠিন ও বন্ধুর পথ পথ অতিক্রম করতে হলে শিক্ষক তথা গোটা শিক্ষা ব্যবস্থার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘স্কুলগুলোতে আকর্ষণীয় পন্থায় শিক্ষা-প্রশিক্ষণের কাজ করতে হবে। জাতীয় পরিচিতি জোরদার, দেশপ্রেম বৃদ্ধি, জাতীয় পতাকাকে সমুন্নত রাখা এবং ইসলামি জীবন প্রণালী শেখানোকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ভাষা ইস্যু গুরুত্বপূর্ণ, জাতীয়তা গুরুত্বপূর্ণ, জাতীয় পতাকা ইস্যুও গুরুত্বপূর্ণ। স্বদেশানুরাগ জরুরি। এগুলো মৌলিক বিষয়। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পরিচিতি ও আত্মপরিচিতি জোরদার করতে হবে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষাঙ্গনে উপস্থিতি এবং সহপাঠীদের সঙ্গে অবস্থান করা একজন শিক্ষার্থীর জন্য জরুরি। এই উপস্থিতি শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ করে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি জরুরি।

শিক্ষকতার ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাঝে মধ্যেই উচ্চতর ধর্মীয় শিক্ষার ক্লাস নেন।  এ কারণে শিক্ষকদেরকে তিনি যে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন তা গ্রহণ ও অনুসরণ করা হলে সবাই উপকৃত হবে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।