মে ১৩, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • ইসমাইল কায়ানি
    ইসমাইল কায়ানি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

আজ (শনিবার) পবিত্র মাশহাদ নগরীতে ইরানের শহীদ সেনা সদস্যদের এক স্মরণসভায় তিনি একথা বলেন।
জেনারেল কানি বলেন, ফিলিস্তিনি তরুণ যোদ্ধাদের জন্য ইরান কথায় এবং বাস্তব কার্যকর্মে- সবভাবেই জোরালো সমর্থন দেবে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেখানে ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং স্বশাসন কর্তৃপক্ষ যেকোনো ধরনের সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করে এসেছে সেখানে এখন প্রতিদিন ইসরাইল বিরোধী সশস্ত্র সংঘর্ষ হচ্ছে। এই প্রতিরোধ সংগ্রামকে জেনারেল কায়ানি প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বব্যাপী মুসলমানদের সংগ্রামের ফল বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনেী এবং বর্তমান নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর আদর্শিক নেতৃত্বে এই প্রতিরোধ ফ্রন্ট এগিয়ে চলেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ