ইরানের বিরুদ্ধে ‘অবৈধ লেনদেনের’ অভিযোগ প্রত্যাখ্যান করল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i123356-ইরানের_বিরুদ্ধে_অবৈধ_লেনদেনের’_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_তেহরান
শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ইরানের বিরুদ্ধে ‘অবৈধ লেনদেনের’ যে অভিযোগ উত্থাপন করেছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, জি-সেভেনভুক্ত দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২৩ ১৪:১০ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে ‘অবৈধ লেনদেনের’ অভিযোগ প্রত্যাখ্যান করল তেহরান

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ইরানের বিরুদ্ধে ‘অবৈধ লেনদেনের’ যে অভিযোগ উত্থাপন করেছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, জি-সেভেনভুক্ত দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না করে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করা।

জি-সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এক বৈঠক থেকে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করা হয়, তারা ‘ইরান থেকে উদ্ভূত অবৈধ অর্থায়নের ঝুঁকি’ নিয়ে শঙ্কিত। গত ১৩ মে জাপানের নিগাতা শহরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে তেহরান আত্মরক্ষা করতে যে অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করে তাকে ‘অবৈধ অর্থায়ন’ নাম দিয়েছেন জি-সেভেনের অর্থমন্ত্রীরা।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, “আমরা জি-সেভেন অর্থমন্ত্রীদের বিবৃতির ওই অংশের তীব্র নিন্দা জানাচ্ছি যেখানে তেহরানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ অভিযোগ উত্থাপন করা হয়েছে।”

ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে কানয়ানি বলেন, জি-সেভেনভুক্ত দেশগুলোর উচিত ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা না করা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ দাবি করলেও তেহরান সে চাপকে পাশ কাটিয়ে নিজের আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন চালিয়ে যাচ্ছে। আর এ বিষয়টি মেনে নিতে পারছে না জি-সেভেনভুক্ত দেশ আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান।#

পার্সটুডে/এমএমআই/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।