ইরানের সাফল্যই শত্রুদের সকল ষড়যন্ত্রের কারণ: কাজেম সিদ্দিকী
https://parstoday.ir/bn/news/iran-i123370-ইরানের_সাফল্যই_শত্রুদের_সকল_ষড়যন্ত্রের_কারণ_কাজেম_সিদ্দিকী
তেহরানের জুমার খতিব বলেছেন: বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধাঁনো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক যুদ্ধ ও চাপ সৃষ্টির প্রধান কারণ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী

তেহরানের জুমার খতিব বলেছেন: বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধাঁনো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক যুদ্ধ ও চাপ সৃষ্টির প্রধান কারণ।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আরও বলেন: শত্রুরা জনগণকে হতাশ করতে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের উপায় হিসেবে সম্ভাব্য সকল হাতিয়ার নিয়ে মাঠে নেমেছে। কিন্তু ইরানের সাহসী জাতি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এখনও দৃঢ়তার সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছে।

জনাব সিদ্দিকী বলেন: শত্রুরা যতই  অপপ্রচার করুক না কেন ইরানি জাতি শহীদদের রক্তে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রাখবে। জাতি দু:খ-কষ্টের মধ্যেও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আনুগত্য করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন: ইরানের জনগণ জাঁকজমকের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ উদযাপন করেছে। তারা সমগ্র ইরানজুড়ে বিশ্ব কুদস দিবসের স্বতস্ফূর্ত মিছিল করেছে। ইরানি জাতি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

জনাব সিদ্দিকী আরও বলেন: ইরানের জনগণ ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩ বছরে শত্রুদের সকল ষড়যন্ত্র, অনুপ্রবেশ এবং হস্তক্ষেপ মোকাবেলা করে বীবত্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

আহলে বাইতের মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে হযরত মাসুমার (সা) জন্মবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান জুমার খতিব। তিনি তাঁর অনন্য ব্যক্তিত্বের কথা স্মরণ করেন এবং তাঁর জন্মদিনকে 'কন্যা দিবস' নামকরণের সার্থকতা বর্ণনা করেন। বিশিষ্ট এই আলেম বলেন: কন্যা দিবস নামকরণ থেকে প্রমাণিত হয় ইরানে মেয়েদের  বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।