ইরানি সামরিক প্রতিনিধিদলের কাবুল সফর
সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিল তালেবান সরকার
অভিন্ন হিরমান্দ নদীর পানি বন্টন নিয়ে মতবিরোধ সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। কাবুল সফররত ইরানের একটি সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল বাহরাম হোসেইনি মোতলাকের নেতৃত্বে ইরানের সামরিক প্রতিনিধিদল কাবুল সফর করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জেনারেল মোতলাকের আফগান সমকক্ষ মালি খান সাদিক ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দু’পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়।
সাদিক বলেন, আফগান সরকার সব সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুসম্পর্ক চায় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর।
ইরান ও আফগানিস্তানের মধ্যে অভিন্ন হিরমান্দ বা হেলমান্দ নদীর পানি বণ্টন নিয়ে যখন তেহরান ও কাবুলের মধ্যে টানাপড়েন চলছে তখন দু’দেশের সামরিক প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হলো। ১৯৭৩ সালে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ইরান পানি পাচ্ছে না বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি শনিবার ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যে ইরানের পানির হিস্যা কাবুলকে নিশ্চিত করতে হবে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।