ইরানের 'স্বদেশী' পারমাণবিক শিল্পের বিরুদ্ধে হুমকি অর্থহীন
(last modified Wed, 24 May 2023 09:07:40 GMT )
মে ২৪, ২০২৩ ১৫:০৭ Asia/Dhaka
  • ইরানের 'স্বদেশী' পারমাণবিক শিল্পের বিরুদ্ধে হুমকি অর্থহীন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বদেশী পরমাণু শিল্পের বিরুদ্ধে হুমকি দেয়া সম্পূর্ণভাবে অর্থহীন। বিভিন্ন দেশে মোতায়েন রাষ্ট্রদূতদের  সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে  আজ (বুধবার) এক অনুষ্ঠানে একথা বলেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

তিনি বলেন শত্রুরা একথাও স্বীকার করছে যে, ইরানের পরমাণু সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যা আর কখনো মুছে দেয়া যাবে না। যেহেতু ইরানের পরমাণু সক্ষমতা স্বদেশীকরণ করা হয়েছে এবং এর শেকড় গভীরে প্রোথিত। সে কারণে দেশের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে হুমকি দেয়া সম্পূর্ণভাবে অর্থহীন।
কামালভান্দি জোর দিয়ে বলেন, পরমাণু শিল্প হচ্ছে ইরানের বিভিন্ন খাতের চালিকাশক্তি এবং এটা শুধুমাত্র কোনো একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। তিনি বলেন, ইরান এখন এক লাখ রোগীকে রেডিওফার্মাসিউটিক্যাস সরবরাহ করতে সক্ষম।
বেহরুজ কামালভান্দি মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে বলেন, আমেরিকা দাবি করেছে তারা ওষুধকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু বাস্তবতা ভিন্ন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৪

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ