ইরানের সেনা কমান্ডারের হুঁশিয়ারি
‘আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত আইন না মানলে ইরান কঠোর হবে’
-
ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি
আফগানিস্তান আন্তর্জাতিক সীমান্ত আইন ও সুপ্রতিবেশীসুলভ নীতিমালা মেনে চলতে ব্যর্থ হলে দেশটির প্রতি ইরান কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি সীমান্ত চৌকিতে তালেবান সেনাদের অতর্কিত হামলায় ইরানের দু’জন সীমান্তরক্ষী নিহত হওয়ার একদিন পর এ হুঁশিয়ারি দিলেন জেনারেল হায়দারি। রোববার আফগানিস্তানের সঙ্গে ইরানের সিস্তান-বালুচিস্তান সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন, যদি প্রতিবেশী দেশগুলো আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলে তাহলে আমরাও তাদের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ আচরণ করব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলব।
তিনি বলেন, কিন্তু তারা যদি আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হয় তাহলে ইরানের আচরণে আমূল পরিবর্তন আসবে। আফগানিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত এদেশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও ঘোষণা করেন সেনাবাহিনীর কমান্ডার।
এর আগে শনিবার সকার ১০টার দিকে ইরানের একটি সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে হামলা চালায় আফগানিস্তানের তালেবান সেনারা। এতে ইরানের দু’জন শান্তিরক্ষী নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হন। এ সময় ইরানের সীমান্তরক্ষীরা তালেবান সেনাদের কঠোর জবাব দিলেও তাদের হতাহতের সংখ্যা জানা যায়নি।দু’দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন হিরমান্দ নদীর পানি বণ্টন নিয়ে যখন তেহরান ও কাবুলের সম্পর্কে টানাপড়েন চলছে তখন এ সংঘর্ষ হলো।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।