ইরান সফর এড়াতে আজারবাইজানের জনগণকে বাকুর পরামর্শ
‘ইরান নয় বরং ইসরাইল থেকে আজারবাইজানের জনগণের ভীত থাকা উচিত’
-
নাসের কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আজারবাইজানের জনগণকে ইহুদিবাদ ইসরাইল থেকে ভীত থাকা উচিত, ইরান থেকে নয়। আজ (সোমবার) টুইটারে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
ইরান সফরের ব্যাপারে আজারবাইজানের জনগণকে দেশটির সরকার সতর্ক করার পর ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
নাসের কানয়ানি বিস্ময় প্রকাশ করে বলেন, "আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জনগণকে ইরান সফরের ব্যাপারে সতর্ক করেছে! শিশু হত্যাকারী এবং দখলদার ভুয়া ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট সম্প্রতি আজারবাইজান সফরের সময় যে নীতির কথা ঘোষণা করেছেন, আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একই নীতির কথা জানালো। কিন্তু একথা ঠিক যে, আজারবাইজানের জনগণের উচিত ইসরাইলকে ভয় পাওয়া, ইরানকে নয়।
একই সাথে কানয়ানি বলেন, “প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধুসুলভ নীতি অনুসরণ করে। আজারবাইজানের জনগণের জন্য এখনো ইরান সফরে ভিসার প্রয়োজন হয় না, আজেরি ভাই-বোনদের জন্য ইরানের দরজা উন্মুক্ত।”
গত মাসের শেষ দিকে ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ আজারবাইজান সফর করেন। সে সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে তিনি বৈঠক শেষে বলেছিলেন, তারা দুইজন আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন যা ইরানের কারণে হুমকির মুখে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৫