ইরানের সামরিক রপ্তানি গত বছর তিনগুণ বেড়েছে
(last modified Sun, 11 Jun 2023 12:43:18 GMT )
জুন ১১, ২০২৩ ১৮:৪৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি জানিয়েছেন, গত ফার্সি বছরে তার দেশের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ তিন গুণ বেড়েছে। গত ২০ মার্চ ইরানি ফার্সি বছর শেষ হয়েছে।

গতকাল (শনিবার) রাজধানীর তেহরানে ইরানের প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক সমাবেশে তিনি বলেন, ইরানের সামরিক সরঞ্জাম এবং বেসামরিক পণ্য ও সেবা উৎপাদনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে তার মন্ত্রণালয়। এসব পণ্য ও সেবার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং প্রতিরক্ষা কূটনীতি। এগুলোর উৎপাদন বাড়ানোর মাধ্যমে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

জেনারেল রেজা আশতিয়ানি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টার মাধ্যমে আমরা সামরিক সরঞ্জামের রপ্তানি তিনগুণ বাড়িয়েছি, বেসামরিক পণ্য ও সেবার উৎপাদন বেড়েছে দুইগুণ এবং গত বছর সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে শতকরা ৮১ ভাগ।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশকে শক্তিশালী করার এই পথ অনুসরণ অব্যাহত থাকবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও টেকনিশিয়ানরা বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ