ঈদে গাদির উপলক্ষে তেহরানের ১০ কি.মি দীর্ঘ সড়কে আপ্যায়নের কিছু চিত্র
https://parstoday.ir/bn/news/iran-i125306-ঈদে_গাদির_উপলক্ষে_তেহরানের_১০_কি.মি_দীর্ঘ_সড়কে_আপ্যায়নের_কিছু_চিত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে গাদির। এ উপলক্ষে রাজধানী তেহরানে ১০ কিলোমিটার দীর্ঘ সড়কে উৎসবের আয়োজন করা হয়েছে। ইমাম হোসেইন (আ.) স্কয়ার থেকে শুরু করে আজাদি স্কয়ার পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার সড়কে রয়েছে নানা আয়োজন। ১০ কিলোমিটার সড়কজুড়েই চলছে আপ্যায়ন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৮, ২০২৩ ২১:৩৯ Asia/Dhaka
  • ঈদে গাদির উপলক্ষে তেহরানের ১০ কি.মি দীর্ঘ সড়কে আপ্যায়নের কিছু চিত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল অত্যন্ত জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে গাদির। এ উপলক্ষে রাজধানী তেহরানে ১০ কিলোমিটার দীর্ঘ সড়কে উৎসবের আয়োজন করা হয়েছে। ইমাম হোসেইন (আ.) স্কয়ার থেকে শুরু করে আজাদি স্কয়ার পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার সড়কে রয়েছে নানা আয়োজন। ১০ কিলোমিটার সড়কজুড়েই চলছে আপ্যায়ন।

বিদায় হজের পর রাসূল (সা.) মদিনায় ফেরার পথে গাদির-এ-খুম নামক স্থানে আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে হজরত আলী (আ.)-কে মুমিনদের নেতা বা মাওলা হিসেবে মনোনীত করেন। ওই ঐতিহাসিক ঘটনার ৮০ কিংবা ৮৪ দিন পর আল্লাহর রাসূল (সা.) আল্লাহর সান্নিধ্যে চলে যান। বিদায় হজ সমাপনের পর তিনি মদিনা অভিমুখে যাত্রা করেছিলেন এহরাম পরা অবস্থায়। সঙ্গে ছিল সোয়া লাখ সাহাবি । তাদের সবার সামনে হজরত আলী (আ.)-কে নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার দিবসটিকেই ঈদে গাদির হিসেবে উদযাপন করা হয়। গতকালের অনুষ্ঠানে  ইরানের সর্বস্তরের মানুষের অংশ গ্রহণের কিছু স্থির চিত্র এখানে তুলে ধরা হলো।