জেনারেল সোলাইমানির মাজারে বোমা হামলার পরিকল্পনা; সন্ত্রাসী আটক
https://parstoday.ir/bn/news/iran-i125944-জেনারেল_সোলাইমানির_মাজারে_বোমা_হামলার_পরিকল্পনা_সন্ত্রাসী_আটক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইসরাইলি সমর্থনপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে আটক করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • জেনারেল সোলাইমানির মাজারে বোমা হামলার পরিকল্পনা; সন্ত্রাসী আটক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ইসরাইলি সমর্থনপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে আটক করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইলের মদদপুষ্ট এমন একটি নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে যারা তেহরান, কেরমান, ইস্ফাহান, কুহকিলুয়ে ওয়া বুয়ের আহমাদ, কুর্দিস্তান ও মাজান্দারান প্রদেশে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করেছিল। এই নেটওয়ার্কটি ইরানে তৎপর ইসরাইলি মদদপুষ্ট নেটওয়ার্কগুলোর মধ্যে সর্ববৃহৎ। এই নেটওয়ার্ক ডেনমার্ক ও হল্যান্ড ভিত্তিক কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে ইসরাইলি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে।

ইসরাইলের মাধ্যমে এই সন্ত্রাসী নেটওয়ার্ক অস্ত্র ও অর্থ পাচ্ছে বলে জানানো হয়েছে। পবিত্র মহররম মাসকে ঘিরে ইরানে সন্ত্রাসী নেটওয়ার্কগুলো তৎপর হয়ে উঠেছে।

গোয়েন্দা মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীদের কাছ থেকে ৪৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে যেগুলোর দূরনিয়ন্ত্রিত। এসব বোমার সাহায্যে শহীদ জেনারেল কাসেম সোলাইমানির মাজার, সমাবেশস্থল এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসীরা।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।