চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক; চীনের সঙ্গে সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125992-চুক্তি_বাস্তবায়নে_দুই_দেশ_আন্তরিক_চীনের_সঙ্গে_সম্পর্ক_সর্বোত্তম_পর্যায়ে_ইরান
ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র বলেছেন,  চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক এবং বর্তমানে সহযোগিতার ক্ষেত্রে সর্বোত্তম অবস্থা বিরাজ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ১৭:০৩ Asia/Dhaka
  • চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক; চীনের সঙ্গে সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে: ইরান

ইরানের জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র বলেছেন,  চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নে দুই দেশ আন্তরিক এবং বর্তমানে সহযোগিতার ক্ষেত্রে সর্বোত্তম অবস্থা বিরাজ করছে।

চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেন গ্যাং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছেন।

তেহরানে চেন গ্যাং এর সঙ্গে বৈঠকে মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র আরও বলেছেন, ঐতিহাসিক তথ্য-প্রমাণ অনুযায়ী এটা স্পষ্ট ইরান ও চীনের মধ্যে দুই হাজার দুইশ' বছর ধরে সম্পর্ক রয়েছে। দুই দেশের নেতা ও কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের মধ্যদিয়ে এই সম্পর্ক ক্রমেই আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২১ সালে ২৭ মার্চ ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ২৫ বছর মেয়াদি সহযোগিতা সনদ সই করেন।

ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের অনেক ক্ষেত্রে রয়েছে। দুর্নীতি দমন, দারিদ্র বিমোচন, নিষেধাজ্ঞা মোকাবেলা এবং মার্কিন একাধিপত্য মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে। অভিজ্ঞতা বিনিময় করতে পারে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন মোহাম্মাদ বাকের জুলকাদ্‌র।

এ সময় চীনের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চেন গ্যাং ইরান সফরে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ইরানের আতিথেয়তায় তারা মুগ্ধ।#  

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।