সিরিয়ায় বোমা হামলার নিন্দা জানালো ইরান
(last modified Fri, 28 Jul 2023 10:08:49 GMT )
জুলাই ২৮, ২০২৩ ১৬:০৮ Asia/Dhaka
  • সিরিয়ায় বোমা হামলার নিন্দা জানালো ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল (বৃহস্পতিবার) আশুরার মিছিলকে লক্ষ্য করে যে বোমা হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, যখন মার্কিন ও তার পশ্চিমা মিত্রদের নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণ সিরিয়ার নিরপরাধ জনগণ মারাত্মকভাবে নিপীড়নের মাঝে রয়েছে তখন ইহুদিবাদী ও মার্কিন সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা দেশটির জনগণের উপর এই ঘৃণ্য হামলা চালিয়েছে। নাসের কানয়ানি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেদনাদায়ক নীরবতার কারণে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া সহজ হয়েছে। সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরদার প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সিরিয়ার ওপর এই বোমা হামলার নিন্দা জানানোর জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর যে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতেও ইরানি মুখপাত্র বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর ব্যবস্থা নেয়ার পাশাপাশি দেশটিকে অর্থনৈতিক সহযোগিতা করারও দাবি জানান তিনি।

গতকাল সিরিয়ার রাজধানীর দামেস্কের উপকণ্ঠে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার মাজারের কাছে আশুরার একটি শোক মিছিলে সন্ত্রাসবাদীরা বোমা হামলা চালায়। এতে অন্তত ছয় জন নিহত এবং ২৩ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ