পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i126430-পাকিস্তানের_সাথে_সম্পর্ক_বাড়ানোর_ক্ষেত্রে_কোনো_সীমাবদ্ধতা_নেই_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। তিনি বলেন, অভিন্ন স্বার্থের প্রতিটি ক্ষেত্রে ইরান পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ০৯:৪৪ Asia/Dhaka
  • সিনেটের চেয়ারম্যান মোঃ সাদিক সাঞ্জরানির সঙ্গে আব্দুল্লাহিয়ান
    সিনেটের চেয়ারম্যান মোঃ সাদিক সাঞ্জরানির সঙ্গে আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। তিনি বলেন, অভিন্ন স্বার্থের প্রতিটি ক্ষেত্রে ইরান পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠা করতে চায়।

পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান মোঃ সাদিক সাঞ্জরানির সঙ্গে গতকাল (শুক্রবার) এক বৈঠকে একথা বলেন তিনি। দু'দেশের বর্তমান সম্পর্ককে তিনি অনুকূল বলে উল্লেখ করেন তবে সম্পর্ক আরো বাড়ানোর গুরুত্ব আরোপ করেন।

এ সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দু'দেশের মধ্যকার শত শত কোটি ডলার মূল্যের গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। এই প্রকল্পের পাকিস্তানের অংশ সম্পন্ন করার জন্য তিনি ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। ২০১৩ সালে এই প্রকল্প শুরু হয়েছে এবং ইরান তার নিজের অংশ শেষ করলেও মার্কিন বাধার কারণে পাকিস্তান তার অংশ সম্পন্ন করতে পারেনি।সীমান্ত বাণিজ্যের গুরুত্বের কথা উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, এ বিষয়ে যে চুক্তি হয়েছে তা নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা জরুরি এবং এজন্য সীমান্তে টার্মিনাল ও মার্কেট প্রতিষ্ঠা করতে হবে। পাকিস্তান সীমান্তের কাছাকাছি ইরান মুক্ত বাণিজ্য এবং ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বলেও জানান আমির আব্দুল্লাহিয়ান।

এদিকে, বন্দরনগরী করাচিতে অনুষ্ঠিত এক সভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন বাধা সত্বেও ভ্রাতৃপ্রতিম দুই প্রতিবেশী দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ২৩০ কোটি ডলারে পৌঁছেছে। তিনি আশা করেন, দুই দেশের এই বাণিজ্যের পরিমাণ আগামী কয়েক বছরের মধ্যে ৫০০ কোটি ডলারে নেয়া সম্ভব হবে। এজন্য তিনি দুই দেশের মুদ্রা বিনিময় এবং শুল্কসহ নানা বাধা দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, পাকিস্তানের সাথে দীর্ঘ ৯০০ কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে এবং ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের অভিন্নতা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি বলেও উল্লেখ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।