‘মানবতার ধ্বজাধারীদের পরমাণু হামলায় হিরোশিমা-নাগাসাকি চোখের সামনে ছাই হয়ে গেছে’
(last modified Mon, 07 Aug 2023 03:22:56 GMT )
আগস্ট ০৭, ২০২৩ ০৯:২২ Asia/Dhaka
  • ‘মানবতার ধ্বজাধারীদের পরমাণু হামলায় হিরোশিমা-নাগাসাকি চোখের সামনে ছাই হয়ে গেছে’

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরান এবং প্রতিরোধ অক্ষ পূর্ণমাত্রায় গণমাধ্যমের বিশ্ব যুদ্ধ মোকাবেলা করছে। পশ্চিমারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে যারা সারা বিশ্বে আধিপত্য কায়েম করে রেখেছে।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে সাংবাদিকদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন জেনারেল সালামি। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সত্যের স্রষ্টা এবং লেখক, তারাই সত্য তুলে ধরেন। কিন্তু এই গণমাধ্যম যুদ্ধের মধ্যদিয়ে শত্রুরা মূল্যবোধ এবং বিশ্বাসগুলোকে বদলে দিতে চায়।
জেনারেল সালামি আরো বলেন, "আমরা এখন বিশাল সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে রয়েছি,  এটি উপলব্ধির যুদ্ধ। এই যুদ্ধ এখন বিশ্বব্যাপী বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিয়েছে। আমরা এখন প্রচার যুদ্ধে জড়িত যার একদিকে রয়েছে বিপ্লব এবং প্রতিরোধের সমর্থকরা যার প্রতি সেই সমস্ত নারী পুরুষের সমর্থন রয়েছে যারা ইরান ও অন্য মুসলিম দেশগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে।"
জেনারেল সালামি বলেন, গণমাধ্যম যুদ্ধে পশ্চিমারা নির্যাতিত-নিপীড়িত জাতির প্রতি সমর্থনকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বলে তুলে ধরে। গণমাধ্যমের শক্তির বলেই শত্রুরা বিভিন্ন দেশ দখলকে ওইসব দেশের স্বাধীনতা বলে চালিয়ে দেয়। এই মিডিয়া যুদ্ধে জড়িত পশ্চিমা গণমাধ্যমের অনেকের মধ্যে তিনি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র কথা পরিষ্কারভাবে উল্লেখ করেন। 
শত্রুরা বিভিন্ন দেশের বিরুদ্ধে হস্তক্ষেপ ও চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলেও উল্লেখ করেন জেনারেল হোসেইন সালামি। অথচ এই মানবতার ধজাধারীদের পরমাণু বোমা হামলায় হিরোশিমা এবং নাগাসাকি চোখের সামনে ছাই হয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন