আগস্ট ২১, ২০২৩ ০৯:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন।
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন।

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তির প্রতিবাদে তেহরানে নিযুক্ত ওই দুই দেশের চার্জ দ্যা অ্যাফেয়ার্সদের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

মন্ত্রণালয়ের মানবাধিকার বিভাগের উপ মহাপরিচালক গতকাল (রোববার) দুই চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আলাদা আলাদাভাবে তলব করেন।  তিন ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনে আগুন দেয়ার মতো জঘন্য ও ন্যক্কারজনক কাজের পুনরাবৃত্তির তীব্র নিন্দা জানান।

ইরানের এই কূটনীতিক বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে, পবিত্র কুরআন অবমাননার সম্পূর্ণ দায়িত্ব সুইডেন ও ডেনমার্ক সরকারকে গ্রহণ করতে হবে এবং এর পরিণতির দায়ও তাদের নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইউরোপীয় দেশগুলোতে এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক ও বিপজ্জনক’ তৎপরতার ব্যাপারে সতর্ক করে দেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতার এক ভাষণের প্রতি ইঙ্গিত করেন যেখানে সর্বোচ্চ নেতা বলেছিলেন, পবিত্র কুরআন অবমাননকারীদের পৃষ্ঠপোষকতা দেয়া মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল।

এ সময় দুই চার্জ দ্যা অ্যাফেয়ার্সই দাবি করেন, তাদের সরকাগুলো পবিত্র কুরআন অবননার কঠোর নিন্দা জানিয়েছে। বিদ্যমান আইনে এই জঘন্য কাজ বন্ধ করা সম্ভব নয় বলে দুই দেশই নতুন আইন প্রণয়নের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান সুইডেও ডেনমার্কেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স।#                                       

 

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ