আলজেরিয়ার সাথে সর্বাত্মক সম্পর্কোন্নয়নের জন্য ইরান প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i127134
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আলজেরিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি বাণিজ্য এবং পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা উন্নয়নের জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২২, ২০২৩ ১০:১৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আলজেরিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি বাণিজ্য এবং পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা উন্নয়নের জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল (সোমবার) রাজধানী তেহরানে আলজেরিয়ার জাতীয় সংসদের স্পিকার ইব্রাহিম বুকালির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান ও আলজেরিয়ার মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বহু বছর ধরে আলজেরিয়া উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে আসছে তার জন্য আলজেরিয়ার ব্যাপক প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সুইডেন এবং ডেনমার্কে সম্পতি পবিত্র কুরআনের যেসব অবমাননার ঘটনা ঘটেছে তার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্ত ঘটনা বন্ধে এবং ইসলামভীতি ছড়িয়ে দেয়ার যে চক্রান্ত চলছে তা নস্যাৎ করতে মুসলিম দেশগুলোর জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ এবং পবিত্র স্থানগুলোর অবমাননার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য ইরান এবং আলজেরিয়ার শীর্ষ পর্যায়ের সংসদ সদস্যদের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান।#
পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।