আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দু’হাত কেটে ফেলবে ইরান: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i127174-আগ্রাসন_চালানোর_পরিকল্পনাকারীর_দু’হাত_কেটে_ফেলবে_ইরান_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতি হলেও কেউ যদি তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দু’হাত কেটে ফেলা হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ২৩, ২০২৩ ০৯:৩০ Asia/Dhaka
  • আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দু’হাত কেটে ফেলবে ইরান: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতি হলেও কেউ যদি তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দু’হাত কেটে ফেলা হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ রাখছিলেন।

মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা করা ও শক্তিমত্তা তুলে ধরার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।

ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশের প্রতিরক্ষা ও পরমাণু শিল্প সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে বলে জানান ইব্রাহিম রায়িসি।

গোটা বিশ্বের সঙ্গে ইরান সম্পর্কে জড়াতে চায় উল্লেখ করে তিনি বলেন, যে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু কেউ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায় তাহলে তার দু’হাত কেটে ফেলা হবে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।