ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানালেন:
‘পাশ্চাতের সঙ্গে আলোচনায় রেড লাইনগুলোর ব্যাপারে ছাড় নয়’
-
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলোর ব্যাপারে কোনো ছাড় দেবে না বরং ইরানি জনগণের অকাট্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে।
তিনি গতকাল (শুক্রবার) তেহরানে এক বক্তব্যে আরো বলেন, ইরান সরকার নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে ইরানবিরোধী ‘নির্দয় ও একতরফা’ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টায়ও তেহরান বিরত থাকবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ কখনও চীন, আমেরিকা, রাশিয়া বা ইউরোপের ইচ্ছার সঙ্গে নিজের ভাগ্যকে জড়াবে না বরং দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে প্রাচ্য বা পাশ্চাত্যের যেকোনো দেশের সঙ্গে সহযোগিতা করবে।
আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত ভদ্র, সভ্য ও সংস্কৃতিমনা ইরানি জাতিকে সম্মান করা কারণ, পারস্পরিক সম্মান উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের যে ৬০০ কোটি ডলার পাওনা ছিল তা সুইফট সিস্টেমের মাধ্যমে তেহরানের হাতে আসবে বলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে। একই সমঝোতায় বলা হয়েছে, ওই অর্থ ইরান তার প্রয়োজন অনুযায়ী যেকোনো খাতে খরচ করতে পারবে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬