সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইরান সম্পর্কে সত্য বলার জন্য আমেরিকার গণমাধ্যমগুলোর সিনিয়র পরিচালকদের পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট রায়িসি নিউইয়র্ক সফরে গিয়ে মার্কিন মিডিয়ার প্রধানদের সঙ্গে বৈঠকে ওই পরামর্শ দেন।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি জাতিসংঘের ৭৮ তম  সাধারণ অধিবেশনে যোগ দিতে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে গতকাল (সোমবার) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেছেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে প্রেসিডেন্ট রায়িসি ওই বৈঠকে বলেছেন: ইরানে গত বছরের ৪৮ দিনের দাঙ্গায় ইরানের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ায় ৩৬ হাজার মিথ্যাচার করা হয়েছে।

তিনি আরও বলেন আধিপত্যবাদী ব্যবস্থার অধীনে যেসব মিডিয়া পরিচালিত হয় জনগণ ও বিশ্ব সমাজকে সত্য তথ্য জানানো যেন তাদের দায়িত্ব নয়। তারা কেবল পরাশক্তি আর আধিপত্যবাদীদের ইচ্ছাকেই প্রতিফলিত করতে ব্যস্ত রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট তাই পশ্চিমা গণমাধ্যমগুলোকেপরামর্শ দিয়েছেন তারা যেন ইরানের প্রকৃত বাস্তবতা সম্পর্কে জানে এবং সঠিক তথ্য সমাজের কাছে পৌঁছে দেয়।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ