জাতিসংঘের সাধারণ অধিবেশনে আজ রাতে ভাষণ দেবেন ইরানি প্রেসিডেন্ট
-
ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আজ রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে যোগ দিতেই তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সেখানে অবস্থিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিয়মিত যোগ দেন ইরানের প্রেসিডেন্ট।
এ পর্যন্ত ইসলামি ইরানের প্রায় সব প্রেসিডেন্টই সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে যৌক্তিক বক্তব্য দিয়েছেন, তাদের এসব বক্তব্য বিশ্ববাসীকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গতকাল নিউ ইয়র্কে পৌঁছার পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি। গত দুই দিনে তিনি আলজেরিয়া, কাজাখস্তান ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া আমেরিকার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক গবেষক দল এবং মার্কিন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন।
নিউ ইয়র্ক অবস্থানকালে তিনি আরও কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং আমেরিকায় বসবাসকারী ইরানিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।